আকাশ জুড়ে মেঘের ঘনঘটা  
  আসছে ঝড় ধেয়ে
নামবে বোধহয় বৃষ্টি এবার
  বইবে কপোল বেয়ে৷
শীতের দিনের বৃষ্টি ভেজা
  কবিতার খুব কষ্ট
ঝড়ের দাপটে মনের জানালা
  হয়েছে ভীষণ রুষ্ট৷
শব্দগুলোও আজ ভীষণ জেদি
  চায় না শুনতে কথা
মনে হয় তারা হারিয়েছে কিছু
  লুকায় গোপনে ব্যথা৷