নিশুতি নিশীথে নয়নের নীর.
নিরবে বহিছে বিরহে স্বামীর৷
নিশী ভর বাজে কাঁকনের সূর
বীজনে জীবন কাটিছে বধুর ৷
স্বামী পরবাসে মায়ের রক্ষী,
বধূ ঘরে একা আকাশ সঙ্গি ৷
গনিতেছে দিন প্রিয়তম আশে,
বাঁধিবার তরে প্রেম বাহু পাশে৷
বহুদিন পরে প্রিয়তম আজ
আসিয়াছে নিজ ঘরে,
ভাঙাইতে মান প্রিয়ারে তাঁহার
একি সাজ সাজিয়াছে,
তিরঙ্গায় রাঙা ভারত মায়ের
আঁচলে কেমন শোভিছে,
কত ফুল মালা, কত সুগন্ধী
ধূপবাতি জ্বলে শিয়রে,
ভারত মায়ের বীর সন্তান
হাসিমুখে প্রান করিয়াছে দান
তাঁহার চরণ তলে৷