মহারাজ কহে যুবরাজে, তুমি ভাবি মহারাজ,
আমি আর কতোদিন হেথা, আসিবে আমার ডাক
রাজদণ্ড দিয়ে তব হাতে, যাবো আমি সুখনিদ্রা,
নিজহাতে শিখায়েছি সব, আছে যত শস্ত্রবিদ্যা,
বীরযোদ্ধা হইয়াছো তুমি, যথা শ্রেষ্ঠ ধনুর্ধর,
তব বাক্যবাণে অগ্নি ঝরে, তুমি অজেয় অমর৷
দেখে এসো আমার সাম্রাজ্য, মিলে এসো প্রজা সাথে
এর পর মহারাজ তুমি, আমার আশিস মাথে।
এত শুনি যুবরাজ মনে, উঠিল খুশির ঝড়
হাতি ঘোড়া পদাতিক সব হয়ে উঠে তৎপর
মন্ত্রী সান্ত্রী হয়ে পরিবৃত যুবরাজ রথারূঢ়
ভ্রমিতে লাগিলো রাজপথে, প্রজাদের সুখ দুঃখ
দেখিবার তরে, অনুগত প্রজাগণ যুবরাজ
দরশনে, লভিল পরম তৃপ্তি জীবন সার্থক।
ধুলায় লুটায়ে ভক্তগণ পরশে চরণরেণু,
পুণ্য লাভে খুশিতে বিহ্বল, দূর হতে দরশনে
তুষ্ট সব দীন জনগণ, মনে খুশির লহর।
আনুগত্য দেখে যুবরাজ, মনে খুশির জোয়ার৷