মধ্যবিত্তের জীবন দোলে সাধ্য সাধের মাঝে
চাওয়া পাওয়ার করছে হিসাব শুধু সকাল সাঁঝে৷
ভাবছে মনে অনেক কিছু পাওয়ার আছে বাকি
কেমন করে উপরে যাই মধ্যিখানে থাকি ৷
উচ্চবিত্তের বিশাল বৈভব পারেনি সে ছুঁতে
নিম্নবিত্ত ভাবতেও তার মন করে খুঁতখুঁতে।
দুই তরীতে চরণ রেখে সাগরজলে ভাসে,
উঠবে দুলে নৌকা কবে জীবন কাটে ত্রাসে৷
ঘটবে কোথায় কোন্ অঘটন থাকে অনিশ্চয়ে
হয়তো কখন ডুববে তরী সদাই মরে ভয়ে ৷
নেইকো সাহস করতে লড়াই তলোয়ার নেই হাতে
সইতে পারে অত্যাচার সব হয় না ক্ষতি তাতে ।
ভয়ে লাজে জীবন কাটে ভাগ্যের ঘাড়ে দোষ
অপ্রাপ্তিতে জ্বলছে হৃদয় নেইকো মনে জোশ।
মুখের উপরে হাসির মুখোশ ঢেকে রাখে কষ্ট
ভালো থাকার অভিনয়ে জীবনটাই নষ্ট।