যতোই বদলো ইতিহাস,
সত্য যতোই ঢাকো মিথ্যায়,
হচ্ছে লিখা পাপের হিসাব
চিত্রগুপ্তের খাতায়৷
চোখে অন্ধ তবুও ভালো,
অন্ধ বিবেক ভীষণ কালো
কেড়েছো তুমি মানুষ থেকে
তাদের জীবন আলো৷
লোভের সাগরে দিলে ডুব
মানুষের করলে সর্বনাশ
ক্ষমতার আড়ালে দুর্বৃত্ত পোষণ,
পুরাতে নিজের মনের আশ৷
এবার ভরেছে পাপের কলস,
করেছো সকল সীমা পার
প্রায়শ্চিত্তের সুযোগ বোধহয়
চাইলেও পাবে নাকো আর৷