হে বন্ধু, তুমিই আমার জীবন
আমার সাথি আমার সম্বল৷
তুমি ছাড়া আমি প্রাণহীন
পরিচয়হীন৷
তোমার উপস্থিতি, তোমার চলমানতাই
আমার অস্তিত্ব৷
তুমিই আমার অতীতের সাক্ষী
বর্তমানের কর্ণধার৷
তুমি উপভোগ করেছো
ভালোবাসার আবেগঘন
মুহূর্তের উষ্নতা৷
আমাদের বিচ্ছেদের সময়ের
চোখের জলের প্রতি ফোঁটার
হিসেব রেখেছো তুমি
অভিমানহীন, অভিযোগহীন৷
সময়ের মূল্য শিখিয়েছো তুমি,
জরুরি সময়ে
আমাকে করেছো সচেতন৷
উদাস সময়ে. শুনিয়েছো গান৷
অজানা জায়গায় পথ দেখিয়ে
পৌঁছে দিয়েছো গন্তব্যে ৷
জীবনে চলার পথে
হাজার হাজার প্রশ্নের
উত্তর দিয়েছো তুমি নিমেষে৷
বন্ধু তুমি অসাধারণ, অতুল্য৷
তুমি ছাড়া আমি যে অচল
আজ এই সমাজে৷
তোমার চলমানতাই আমার
হৃদয়ের স্পন্দন,
তুমি থেমো না বন্ধু
আমার প্রিয় মোবাইল৷
অসুস্থ হৃদয়ে
পেশমেকারের মতো
তুমি স্পন্দিত হতে থাকো
আর আমি বেঁচে থাকি
তোমার স্পন্দনে৷