মায়ার প্রপঞ্চে মোরা
ভুলিয়া স্রষ্টায় ,
সৃষ্টি মাঝে করি খেলা
সুখের আশায় ৷
করি ব্রত ,পূজা, উপাসনা
স্রষ্টার দ্বারে ৷
হায়রে দূর্ভাগ্য
বর মাগি অন্য কিছু তরে ৷
মাগিতে পারিনা মোরা
তাহার চরণ,
পারিনাই সমর্পীত হতে ৷
তাই—
শোকাহত বার বার
জর্জরিত হৃদয়ের তার,
বাজে নাই আনন্দের সূর
উঠে নাই ঝঙ্কার আর ৷
বীয়োগের রাগে শুধু
বীলাপের সূর
বেজে ওঠে বার বার
হৃদয় বীণায় ৷
লাগাতে পারিনা গলে,
বলিতে পারিনা মোরা,
“মরন রে
তুঁহু মম শ্যাম সমান” ৷৷