মনে হয় একবার
ফিরে যাই সেখানে ,
যেখানে যন্ত্র দানব বসায় নি
তার নখর থাবা !
শহরের আধুনিকতা
যেখানে লুঠ করেনি
নিরীহ মানুষের অস্মিতা !
চলো না ফিরে যাই সেই গ্রামে ,
যেখানে বড় বড় চিমনির
অগ্ন্যূদ্গারে
ধূমল হয় না নীল আকাশ !
আত্মকেন্দ্রিক মানুষের ভিড়ে
যেখানে চাপা পড়ে নি
সাধারন মানুষের অস্তিত্ব !
চলো না সেখানে -
যেখানে সকাল হয়
পাখির কল-কাকলি তে ,
সবুজের সমারোহে !
বন ফুলের সুগন্ধে
ভরে ওঠে আকাশ -বাতাস !
প্রিয়জন, পরিজন পরিবেষ্টিত
প্রতিটি প্রহরে
প্রতিফলিত হয়
যেখানে স্বর্গীয় দৃশ্য !
চলো না আর একবার
ফিরে যাই
আমাদের সেই অতীতে !
জঙ্গলে ঘেরা
মেঠো পথ দিএ
নিস্তব্ধ দুপুরে
সেদিনের মতো
পাশাপাশি হাঁটি ,
আর প্রকাশের প্রয়াস করি
হৃদয়ের গোপন কোনে
লুকিয়ে থাকা
ভালোবাসার কথা !
চলো না আমরা আবার
ফিরে যাই সেই অতীতে ,
যেখানে খুঁজে পাবো
বেঁচে থাকার মানে !!