কত চাওয়া উড়ে যায়
দীর্ঘশ্বাসে ,
কত আশা চাপা পড়ে
কবরের সাথে ,
তবু , আশার আশায় কাটে
জীবন মোদের !
জীবনের খেলা ঘরে
পেয়েছি তো কতো ,
তারই মাঝে কোনো এক
না পাওয়ার ব্যাথা
থেকে যায় চিরদিন
গ্যাংগ্রীন এর মতো !
পায় না শুনিতে কেহ
দগ্ধ হৃদয়ের
বোবা আর্তনাদ !
হাসির প্যাকেটে মোড়া
জর্জরিত জীবনের ছবি
অদৃশ্য জগতে !!