প্রতিদিন সকালে চায়ের কাপে
খবরের কাগজ নিংড়ে
মিশিয়ে নিই তাজা রক্ত ,
আর চুমুক দিএ
উপভোগ করি
অমানবিক হিংসার শিকার
নিরীহ মানুষের রক্ত মিশ্রিত
গরম চা ,
সঙ্গে কদর্য ময় দুষ্কর্মের
মুচ্ মুচে কাহিনী !
একান্ত নিশীথে
প্রিয়তমা সাথে
উপভোগ করি টী ভী র পর্দায়
বাসনার শিকার নারীর
নগ্ন রক্তাক্ত শরীর !
মনুষ্যত্ব বিসর্জিত আজ ,
নির্বিকার ,নির্বিরোধ ,প্রতিরোধ হীন
দুষ্কর্মের সহায়ক আমরা
এগিয়ে চলেছি বিলুপ্তির পথে !
যখন সব হারাবো ,
নিজেদের রক্তে
ভিজে যাবে খবরের কাগজ ,
প্রিয়জন দের নগ্ন মৃত শরীর
ভেষে উঠবে টী ভী র পর্দায় !
তখন ধ্বংসের দামামা বাজিয়ে
এগিয়ে আসবে ভবিষ্যৎ
অতীতের ফসল নিয়ে !!