শুনছি নাকি এবার হবে পাঠ্যসূচি বদল
দেখতে হবে ইংরেজিতে কার কতটা দখল।
বিদ্যালয়ে পড়ানো হবে SMS এর ভাষা
শিক্ষককে বুঝতে হবে কার মনে কী আশা।
ছোট্টো করে বানান খানি কেমনে লিখা যায়
লিখবো এবার ঐ ভাষাতেই স্কুলের খাতায়।
শিক্ষকগণ লেগে পড়ো আদা জল খেয়ে
করতে হবে প্রমাণ, কম নও কারো চেয়ে।
লম্বা লম্বা বানান গুলোর কি আছে কাজ তবে
যাইবা হোক লেখা খাতায়, বুঝতে তোমায় হবে।
মোবাইলে পড়তে বলে বইয়ের ভাষা খুঁজছো
বইয়ের ভাষা লিখবে ওরা, কেমন করে ভাবছো।
পড়ার মাঝে চ্যাটিংএ তাঁরা ছিল ভীষন ব্যস্ত
তাইতো ওরা সেই ভাষাটাই করেছে এখন রপ্ত ৷
বানান, ব্যাকরণ এসব ছিল সে যুগের ভরসা
আধুনিক যুগে এখন সব হয়ে গেছে ফরসা৷ ৷
“শ” “ষ” “স” নিয়ে করো কেন মারামারি
“র” হোক বা “ড়” ভাবছো কেন ঝকমারি ।
ছুরি হোক বা ছুঁড়ি নেইকো কোনো তফাত
দুটোতেই কাটবে তোমায়, লাগিয়ে দেখো হাত ৷
তাই বানান নিয়ে চাপ নিও না যাহোক কিছু লিখো
ভালো করে S M S টা লিখতে তুমি শেখো।