আমার মনের অনুভূতি দিয়ে
শব্দগুলো সাজাই,
ছন্দসুতোয় মালা গেঁথে
পাঠক গলে পরাই।
শিবের গলায় ধুতুরা আকন্দ
তাঁর অঙ্গে নাগরাজ,
আশীষ আশে দিচ্ছি মালা
রোজ সকাল সাঁঝ।
তোমরা তো ভাই শিব নও
না তো তোমরা সাপ,
পাঠক গলে কাব্য মালা
কবির মনের তাপ।
আমরা তো সব আশার মালা
গাঁথছি দিবস-রাতি,
সুজন ভেবে গলায় দিয়ে,
জ্বালাই প্রেমের বাতি।
কিন্তু তোমরা পাষাণ শিলা
সদা থাকো নির্বিকার,
মালা পরো, বোঝ না তার
কতটা মর্মস্পর্শী ভার।
তোমাদের একটুখানি আশীর্বাদে
প্রেরণা পেতো মন,
অভিশাপ দিলেও তবু
আরো হতাম সচেতন ৷
জানি তুমি পড়ছো এখন,
ঠোঁটের কোণে হাসি,
এবারও তুমি থাকবে নীরব
কাল এ মালাও হবে বাসি।