কুকর্মের সমর্থন স্নেহান্ধ পিতার,
শকুনির ছলনায় হয়ে সম ভাগি
দ্রৌপদীর লাঞ্ছনায় থেকেছো নীরব।
দেখিয়াছো দ্রৌপদীর অপমান তুমি
পাষণ্ড পুত্রের হাতে। উল্লাসে কৌরব
যখন ক্ষিপ্ত প্রমত্ত, দাও নাই বাধা।
দুর্যোধন দুঃশাসনে অত্যাচারী আর
অনাচারী নামে লেখা আছে ইতিহাস,
চোখ বেঁধে গান্ধারীর না দেখার ভান
ডেকে আনে কৌরবের সমূলে বিনাশ।
অবশেষে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ শুরু
দুর্যোধনে অমরত্ব দানে অসফল
গান্ধারী, পারেনি দিতে নিশ্ছিদ্র কবচ।
পাপ পথে পরাজয়, হবে সুনিশ্চয়।