আমি তো তোমায় দেখিনি তখনো
যখন তুমি এসেছিলে হৃদয়ে আমার
তোমার অজান্তে৷
অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে
কেটেছে কতো দুর্বিষহ বসন্ত
তোমার অভাবে৷
আজ যখন সূর্য অস্তগামী প্রায়-
ক্লান্ত সন্ধ্যার নির্জনতায়
একাকীত্বের ভারে ন্যুব্জ,
তখন উদ্দীপ্ত যৌবনের আঁচলে ভরে
ভালোবাসার ফুল সাজিয়ে দিয়েছো
আমার স্বপ্নের বাগানে,
যদি কোনোদিন
দেখা হয় তোমার আমার
কোনো মায়াবী সন্ধ্যার স্বপ্ন বাসরে,
ভরবে সেদিন জীবন আমার তৃপ্ততার স্বাদে
আমাদের অসম প্রণয়ে,
কিন্তু-আজও তুমি অধরা
বাহুডোরে বাঁধোনি আমায়
রেখেছো বঞ্চিত অধর-অমৃৎ হতে!
হয়তো এভাবেই চলে যাবো অন্তহীন পথে
কল্পনায় সাজিয়ে বাসর
স্বপ্ন গুলো থেকে যাবে কবিতার পাতায়৷
তবু খুশি এই ভেবে
শেষ যাত্রায় সাজবো আমি
তোমার দেওয়া ভালোবাসার ফুলে ।।৷