অন্ধ হলেও থাকে না প্রলয় বন্ধ

হোক না প্রলয় আসুক ঝঞ্ঝা, আমার কিসের ডর
চোখ কান রেখেছি বন্ধ, আছে সুখের ঘর।
ওহে বন্ধু শোনো, অন্ধ হলেও থাকে না প্রলয় বন্ধ
উড়বে তোমারও ঘর, হবে সব শেষ, হলেও তুমি অন্ধ।
পাশের ঘরে লাগলে আগুন, তুমি নিরাপদ নও কভু
তোমার উদাসীনতার শাস্তি ঠিক সময়ে দেবেন প্রভু।
তাই বলি, যদি বাঁচাতে চাও সুখের ঘর, সন্তান সন্ততি
ওঠো, অশুভ শক্তির নিধন করো, এ ছাড়া নেই গতি।
দেখছি সবাই চোখের সামনে চলছে কেমন নৈরাজ্য
অন্ধ সেজে থাকি যদি, শেষ হবে অচিরেই এই রাজ্য।