চেয়ে আছি আকাশ পানে
ডুবছি গভীর সাগর জলে,    
হৃদয় আমার পাহাড় টানে
শান্তি পাবো কাহার তলে!

খুঁজে যাই সুখ হেথায় হোথায়
এক বুক থেকে অন্য বুকে,
জানি না তা আছে কোথায়
কাটছে জীবন ধুঁকে ধুঁকে৷

ভাবি কভু আপন মনে
সুখের খোঁজে নীল আকাশে
মেলবো ডানা ঐ গগনে
স্বাধীন ভাবে থাকবো ভেসে৷

মনে জাগে প্রেম পাহাড়ের
বিপুল বিশাল তাহার হৃদয়,
আছে যে শক্তি অসীম অপার
নিরাপদ হয় তাঁর আশ্রয়৷

আবার ভাবি পাই যদি সুখ
রত্নে ভরা ঐ সাগরে,
ডুব দিতে যাই ঘুচাতে দুখ
ঊর্মিমালায় যাই হারিয়ে তাঁর আদরে৷