দিনের আলোয় নিষিদ্ধ ঘর
রাত্রি বেলা সাজে
মিটায় ওরা দেহের ক্ষুধা
তোদের তনের ভাঁজে৷
দিনের বেলায় বেশ্যা ডাকে
রাত্রে ভালোবাসে
ধরিস পেটে পাপের বোঝা
পোড়া রুটির আশে৷
ওরা যে সব ভদ্রলোক
নিজেদের রাখে অন্তরালে,
লোক চক্ষুর সামনে  
তোকে নষ্টা মেয়ে বলে৷