কল্পনার তুলি আর স্বপ্নের রঙে
এঁকে ছিলাম যে ছবি জীবন ক্যানভাসে
আজ সেখানে জমেছে ধূসর ব্যর্থতা ।
একাকিত্বের জ্বলন্ত কুণ্ডে আজ
ভস্মীভূত আমার স্বপ্নের ছবি গুলো।
বিনিদ্র রজনীর বিষাদিত বিছানায়
একাকিত্বের নিস্তব্ধতায় শোনা যায়
শুধু নিরাশার দীর্ঘশ্বাস।
কেন বার বার অতৃপ্তির, অপ্রাপ্তির
কষাঘাতে জর্জরিত আমি,
কেন বয়ে যায় লোনাজলের ফল্গু ধারা হৃদয় অলিন্দে।
কিসের প্রত্যাশায় এই অন্তহীন প্রতীক্ষা,
কেন মনে জাগে বিষাদিত জীবনের ক্ষণ,
জীবন সন্ধ্যায় কেন এই বিষন্ন ভাবনা,
কেন হারিয়ে যেতে পারি না আমি নির্লিপ্ত শূন্যতায়।