সত্যিই কি অতীত আবার দুয়ারে কড়া নাড়ছে
ওরা রক্ত নদীতে কাটবে সাঁতার গদির লোভে
ধর্ম জাতির বিষ ছড়িয়ে মৃত্যুর ঘাঁটি গাড়ছে!
দিশেহারা জনগণ আজ ফুঁসছে দারুণ ক্ষোভে ।
নেইকো অন্য ভাবনা কোনো ওদের ঘৃণ্য মাথায়
লুটের শিল্প চালাতে হলে ঢাল তলোয়ার চাই,
তাই শাসনযন্ত্র রাখতে হবে হাতের মুঠোয়
জনগণ মরছে মরুক, ওদের ভাবনা নাই৷
দিয়েছে সলিলে বিসর্জন, লাজ লজ্জা মানবতা
যেভাবে হোক রাখবে তারা ভ্রষ্টাচার রাজ জারি,
ধরাকে সরা দেখছে ওরা, আকাশচুম্বী ধৃষ্টতা
কেউ নেই নিরাপদ আজ, নিরাপদ নয় নারী।
শিক্ষিত যুবক যুবতীর নেইকো পথের দিশা
কর্মহীন করেছে তাদের, দিয়েছে ভিক্ষার ঝুলি
এসেছে নেমে জীবনে আজ অন্ধকার অমানিশা,
সামনে শুধু রয়েছে আজ ছল চাতুরীর বুলি৷