মধ্যবিত্ত জীবন যেন দুই তরীতে
সাগর জলে ভাসে,
উঠবে দুলে নৌকা কখন হাওয়ার ঝোঁকায়
জীবন কাটে ত্রাসে৷
হয়তো কখন ডুববে তরী সাগর ঢেউয়ে
তাইতো এত ভয়
কখন কোথায় ঘটবে কি যে কোন্ অঘটন
জীবন অনিশ্চয়৷
নতুন কিছু যায় না চাওয়া মন যে ভিরু
দেখে না সুখস্বপ্ন,
ভয়ে লাজে জীবন কাটে ভাগ্যের দোষ দিয়ে,
পায় না কোনো রত্ন ৷
জীবনে পারে না ঝুঁকি নিতে কোনো
শুধু বেঁচে থাকে,
ঝুলতে ঝুলতে লোকাল বাসে কাটায় জীবন
অনিশ্চিতের বাঁকে।
আঁকড়ে ধরে পুরানো সব বদলাতে মন কাঁপে
যদি লোকে কিছু বলে !
ওরা হাসির মুখোশে তাই কষ্ট ঢেকে রাখে
ভালো আছি-র ছলে।
হয় না সাহস নামতে মাঠে, ভোঁতা তার তলোয়ার
অপমান যেন অলঙ্কার,
চোখ বুজে সব সইতে পারে প্রতিবাদ মূক মুখে
হোক্ না যতই অত্যাচার।