আঁচলের দ্বন্দ্ব
চলছে ভীষণ তর্কাতর্কি দ্বন্দ্ব শাড়ির আঁচলে
বিভাজিকা থাকবে খোলা কিংবা অন্তরালে।
আমরা হারাই কেন হুঁশ
হয়ে সভ্য যুগের মানুষ
আদিম যুগেও মানুষ তবু ঢাকতো লজ্জা বাকলে।
বাড়ছে ফলোয়ার
করুক লোকে খারাপ কমেন্ট যেমন মন যার
বাড়ছে আমার ভিউ তাতেই আর ফলোয়ার৷
লাইক শেয়ার করছে কতো
নিচ্ছে মজা দেখছে যতো
গাল দিলেও নেইকো ক্ষতি বাড়ছে সংখ্যা টাকার৷