পারতো যারা সমাজটাকে সুস্থ ভাবে গড়তে
ঘুচিয়ে কালো মানব মনে আলোর শিখা জ্বালতে,
দায় ছিলো যা’র ন্যায় বিচারে করতে প্রজার রক্ষা
দেখছি তাদের শিড়দাঁড়াতে হয়েছে বিষম যক্ষা৷
মানবতা বিক্রি করে, তাদের বিবেক ঢাকা বর্মে
টাকার লোভে হচ্ছে সাথি দুষ্কৃতীদের কর্মে৷
মানুষ হয়ে খাচ্ছে মানুষ, দেখছে চোখের সামনে
মুখ বুজে থাকছে তারা, আবার কেউ বা সমর্থনে৷
হতে পারে অনেক বড়, অনেক গুণের সমাহার
অন্যায় দেখে অন্যায় বলার সাহস থাকে না যার,
শিরদাঁড়াটা বাঁকা নিয়ে যারা পদলেহী ক্ষমতার
মানুষের মুখোশে শয়তান, করো তাদের পরিহার৷
জনগণ তাই জাগো এবার, করো দূর ভয়
শিরদাঁড়াটা সোজা করে ছিনিয়ে নাও জয়৷
হয়ে থেকো না সরিসৃপ, কেড়ে নাও অধিকার
আলোর খোঁজে নামো পথে, ঘুচাও অন্ধকার৷