যে নামে থাকতো কভু আদর মাখানো
আজ দেখি সেই নামে করুণা জড়ানো।
ছিন্ন পকেট হতে ঝরে পড়ে গেছে মান
নিঃস্ব রিক্ত আমি রয়ে গেছে শুধু প্রাণ।
কেন তবে কষ্ট পাই, কেন জাগে অভিমান!
সব মিথ্যা, প্রহসন, এ যুগে টাকাই সম্মান।
ধনীর পকেটে শুধু টাকা নয়, থাকে মান
শূন্য পকেটে থাকে দয়া আর করুণার দান।
প্রেম প্রীতি ভালোবাসা দয়ামায়া স্নেহ আর সব
অভিধানের পাতায় দেখি তারা রয়েছে নীরব।
বেচা কেনা হয় অনুভূতি পণ্য রুপে আজ
সবার মুখে দেখি আজ মুখোশের সাজ৷