কবিতা নেবে গো কবিতা—
আছে অনেক রকম স্বাদের
নানান্ রঙের পাতা৷
কবিতা নেবে গো কবিতা—

কবিতার কাজ কি আমার ঘরে,
রাখবো কোথায় এদের,
আলমারিটা উপচে পড়ে ভিড়ে
কাজের জিনিসে আমাদের।

দেখুন দাদা, এগুলো দেখুন দিদি
ঠকবেন না বলছি আমি,
ভালো ভালো কবিতা আছে
কবিরা সব নামি৷

শোকেসে রেখেছি সাজিয়ে ভাই
রবীন্দ্র বঙ্কিম শরৎ  রচনাবলি,
এখন আর লাগবে না বই
লোক নেই  ঝাড়তে ধুলোবালি৷

বই না হোক নাই নিলেন,
এক দুটো কবিতা তো দেখুন,
প্রেমের কবিতা, বিরহের কবিতা
কি পড়বেন বলুন৷

আছে,আছে কি কবিতা তোমার কাছে
প্রতিবাদের,  বিদ্রোহের  কোনো?
সুকান্ত নজরুলের কবিতার মতো
আগুন ঝরানো!

লিখতে বলো তোমার কবিদের,
গর্জে উঠুক এবার,  না থেকে আর ঝুঁকে,  
কলমের নিব করুক তলোয়ার  
তখন কিনবো বই আগুন জ্বালাতে বুকে৷