কবি লিখে চলে তার মনের আবেগে,
কবিতার ছত্রে ছত্রে থাকে প্রেম ভরা
সবিতার আলো যথা আলোকিত ধরা
মিলায় সে মাত্রা ছন্দ কতো রাত জেগে ।
হৃদয় দুয়ার খুলে কবি লিখে যায়,
কত প্রতিবাদ আর কত থাকে ব্যথা
ভাষাহীন মুখে কবি দিতে চায় কথা
লিখে যায় কবি তার খাতার পাতায়।
কবি ও কবিতা থাকে এক সুত্রে গাঁথা,
শব্দ পুষ্প দিয়ে রচে কবিতার মালা
পাঠক দেবতা গলে সে মালা দোলায়।
কবি লিখে যায় কতো হৃদয়ের গাথা,
নিরবে সে সয়ে যায় জীবনের জ্বালা
পাঠকের ভালোবাসা সে ব্যথা ভোলায়।