জানি না আমি কেন লিখি কবিতা,
তবে জানি যে আমার কবিতা পড়ে
কেউ দেবে না আমাকে "কবি" আখ্যা।
কোনো সাহিত্য সম্মানেও শোভিত হবো না আমি।
আমার কবিতা কারো হৃদয়ে জাগাবে না প্রেম,
জাগ্রত করতে পারবো না কারো বধির বিবেক,
যারা হারিয়েছে মনুষ্যত্ব, তাদের মনে মানবতা
ফিরিয়ে আনতে পারবে না আমার কলম ।
নিবের আঁচড়ে থামবে না ভ্রষ্টাচার।
ধর্ষিতার ইজ্জত রক্ষায়-
তলোয়ার হয়ে নেমে আসবে না দুষ্কৃতীর নিধনে।
কলমের কালো কালি ঢাকতে পারবে না
চারিদিকে হিংসার রক্তের লাল দাগ।
তবুও আমি লিখে যাই, প্রেমের কথা-
অন্যায় অত্যাচার ভ্রষ্টাচারের কথা-
নির্যাতিত নিপীড়িত মানুষের কথা।
লিখি, কারন এই অসহিষ্ণুতার যুগে
আমার অসহায়তা শান্তি পায়,
মনে হয় আমার কবিতার শব্দগুলো
ছুটে যাবে সেখানে, যেখানে আমি পৌঁছাতে পারিনি,
যেখানে আমি প্রতিবাদ করতে পারিনি
সেখানে আমার শব্দগুলো কোনো একদিন
অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে
তুলে ধরবে বিজয় পতাকা।