জানি, কোনো না কোনো দোষে
দুষ্ট আজ সব
তবুও একবার ভাবো, কার দোষে
আজ এমন উপদ্রব৷
কেন তুমি ফাইলে ডিগ্রি ভরে
ঘুরছো দোরে দোরে
কেন আজ নারী নয় নিরাপদ,
কাদের অত্যাচারে!
জমি বাড়ি ঘর করেছো বিক্রি
চাকরি পাবার আশে,
কেন আজ নিঃস্ব হয়ে
ভিক্ষার ঝুলি ভরছো দীর্ঘশ্বাসে!
পঙ্গুর মতো আজ কর্মহীন কেন,
বাঁচো দানের চালে
বুঝতে যদি না পারো আজও,
হাল শুধরাবে না কোনো কালে৷
ওঠো, জাগো বিবেকের কথা শোনো,
থেকো না আর ঘুমে
আর কতোদিন কাটাবে এভাবে,
ওদের চরণ চুমে চুমে৷