যদি তোমাকে ভোট দিই এবার,
কিংবা তোমাকে,
দিতে পারি তোমাকেও কিংবা তোমাকে৷
তাহলে কি তোমরা মিটাবে ভ্রষ্টাচার,
অন্যায় অবিচার অত্যাচার,
রাখবে না অভাব কারো?
কুকুরের মুখ থেকে ছিনিয়ে
আনতে হবে না রুটির টুকরো!
ফুটপাতে পড়ে থাকবে না
ক্ষুধার্ত পেটের জ্বালায়
কঙ্কালসার মানুষ গুলো
শীত গ্রীষ্ম বর্ষায়৷
ফুটো থালায় চোখ রেখে
জীর্ণ শীর্ণ বাচ্চাদের
খুঁজতে হবে না
স্বাধীন ভারতবর্ষ তাদের ।
নারীরা কি বলতে পারবে, তারা নিরাপদ৷
কামান্ধ পশুদের নখর থাবায়
আর আক্রান্ত না হয়ে
অক্ষত শরীরে তারা ফিরবে বাসায়৷
ভয়হীন চোখে তারা কি বলতে পারবে
নারী আজ সুরক্ষিত৷
এতদিনে তারা পেয়েছে
স্বাধীন দেশের নাগরীকত্ব৷
অন্যায় অবিচারে অত্যাচারে
যে জীবন হয়েছে বিকল,
হতাশাগ্রস্ত সেই সব যুবক যুবতীর স্বপ্ন
এবার হবে কি সফল৷
পারবে কি মানুষের মনে
বিশ্বাস জাগিয়ে, প্রতিষ্ঠা করতে-
“সত্যমেব জয়তে"৷
দুর্বৃত্তদের স্বঘোষিত রাজপাট
গুঁড়িয়ে দেবে কঠোর হাতে।
তা যদি না পেরে থাকো
তাহলে কেন এই আড়ম্বর,
কেন এতো রক্তক্ষয়ী হিংসা মারামারি৷
জনসেবা নামে কুক্ষিগত করে যাও
দেশের সম্পদ৷
এ তো শুধু ক্ষমতার লোভ
কিংবা ভোগীর লালসা।
দোষীদের যে দোষে দেখাও ক্ষোভ
সে সমান দোষে দুষ্ট আজ সব।
পাখির চোখের মতো
দৃষ্টি শুধু ক্ষমতার দিকে,
এর বেশি আর কিছু নয়,
বাকি সব অভিনয়৷
আর যা কিছু তোমরা দেখাও
ইন্দ্রজালের ধোঁকায়,
ফানুস গুলো উড়াও শুধু
আশ্বাসনের ধোঁয়ায় ৷