জীবনের পাণ্ডুলিপি নিয়ে হাতে
আজ বসে আছি নির্বাক নির্জন পথে,
কেটে গেছে বৎসরের পর বৎসর
কোনোদিন পাইনি বিশ্রামের অবসর।
শুধু একমুঠো সুখের আশায়
পিষে গেছি সংসার চাকায়।
ভেবেছিলাম, সব কাজ শেষ হলে
রাখবো মাথা তোমার কোলে।
সুখের সাগর তীরে বসবো পাশাপাশি
থাকবে না কাজ কোনো, শুধু ভালোবাসাবাসি।
হয় নাই কাজ শেষ, অপেক্ষায় থাকি
এখনও কতো কষ্ট রয়ে গেছে বাকি।
ব্যর্থতার গল্পে ভরা পাণ্ডুলিপি হাতে
স্মৃতির জাবর কাটি ঘুমহীন রাতে।
অতৃপ্ত জীবনের অশান্ত হৃদয়
রয়েছে আজ অন্তিম অপেক্ষায়।
যেতে হবে ফেলে রেখে কাজ অসমাপ্ত
চাওয়া পাওয়া সব চিতার আগুনে হবে ক্ষান্ত।