অনেক অনেক বছর হয়ে গেছে পার
চিনতে পারি না এখন নিজের মুখ আর,
হাতড়ে বেড়াই সুখ, দুঃখের আঁধারে
হারায়েছি সব স্মৃতি, বিস্মৃতির গভীরে৷

লোলচর্ম হতে বিচ্ছুরিত হতাশা
অন্ধকারে গড়াগড়ি যায় জিজিবিশা,
ঝাপসা দৃষ্টিতে খুঁজি নীল আকাশ
বধির কানে শুনি অতৃপ্তির দীর্ঘশ্বাস৷

হেমন্তের নিঃশব্দে পাতাঝরার মতো
আশা আকাঙ্খাগুলিও অবিরত  
ঝরে পড়ে বাস্তবের রুক্ষ মাটিতে,
বাসনার রক্তক্ষরণ হয় সময়ের আঘাতে৷