সাগরের নোনা জলে ফোটে না সরোজ
মরুভূ তে থাকে না গোলাপ,
পূর্ণিমার চাঁদে প্রিয়ামুখ খুঁজে
কেন করো আজ বেকার প্রলাপ।

প্রেম বেঁচে নেই মানুষের মনে    
তারা হবে না খুশি শব্দের চাঁদ ফুলে,
লিখতে হবে আজ অন্য কোনো কিছু
যাতে ওঠে মানুষের মন দুলে।

সুকান্ত নজরুল নাই হতে পারো
লিখতে তো পারো নির্যাতিতের ব্যথা,
ঘুম থেকে তুলে ওদের শোনাও
ক্ষমতাবানের অত্যাচারের কথা।

যতো জ্ঞানী গুণী মসিজীবী আছো
বুকে হাত রেখে বিবেকের কথা লিখো,
জনগণ আজ শুধু বাঁচার আশায়
ভিখারির লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখো।

দিকে দিকে অন্যায়ের হোক প্রতিবাদ
বিক্রি না হয় যেন কলম কারো,
নাই বা পারলে ধরতে তলোয়ার
নিবের আঁচড়ে রক্ত ঝরাতে পারো।