ঘরেতে অভাব, অন্ন নেই
ফাইলে ডিগ্রি ভরা,
মজদুরি তাই মজবুরি
জীবন ছন্নছাড়া।
খুশির রঙে রাঙাবো ভাবি
জীবন ক্যানভাস,
এঁকে যাই অশ্রুর আলপনা
জীবন হতাশশাশ্ ।
উড়াই আজ আকাশ পানে
নিকোটিনের ধোঁয়া,
স্বপ্ন গুলোও উড়ছে সাথে
যায়নি যারে ছোঁয়া ।
মাতাল করা মদের গন্ধে
জীবন ছবি আঁকি,
কাটলে নেশা দেখি সেথায়
সবই ছিলো ফাঁকি।