ইতিহাস পড়ে দেখো খুলে যাবে চোখ
কেউ নেই আজ আর করিবারে শোক।
কত রাজা মহারাজা কত সেনাপতি
চলে গেছে অকালেই, ফিরে নাই মতি।
ভেবেছিল নিজেদের যারা অধীশ্বর
ভুলে গিয়েছিল তাঁরা, তাঁরাও নশ্বর।
সৈন্যবলে অর্থবলে ক্ষমতার জোশ
ভুলেছিল মানবতা মনে শুধু রোষ।
করেছে মানব সাথে যারা উপহাস
ধুলি সাথে মিশে গেছে সব ইতিহাস।
করেছিলো অনাচার অত্যাচার যত
পরিণতি তাহাদের মর্মান্তিক তত।
মানুষের অভিশাপ বৃথা নাহি যায়
অত্যাচারী তাহাদের যথা শাস্তি পায়।