দাদা, বৌদি কি চাকরি করেন?
না না, কিছু করেনা, বাড়িতেই থাকে
ঐ গৃহবধূ বলে যাকে।
সারাদিন মোবাইল টিপে
আর দেখে সিরিয়াল।
তাহলে রান্না বান্না?
কেন, সেতো মেয়েদের জন্মপত্রিকাতে আছে লেখা,
তাছাড়া ঐ টুকুই তো কাজ
তিন বেলা রান্না ।
ওহ্, তাহলে তো সারাদিনই সময়--
তাইতো বলছি, বাইরে তো যেতে হয়না ---
সারাদিন মোবাইল, আর সিরিয়াল দেখা ।
সকালে তৈরি করে একটু টিফিন
আর ছেলেকে পৌঁছেদেয় স্কুলে।
না না বেশি দূরে নয়, স্কুটিতে করে ছেড়ে আসে,
আর একবার নিয়ে আসে বিকেলে।
সকালে খবরের কাগজ আর গরম
চা না হলে, আমি আবার ঠিক তরতাজা অনুভব করি না ।
এর মধ্যে গিন্নি রান্নাটা সেরে ফেলে,
এটাতো ওদের কাজ
এর মধ্যে বাহাদুরি কোথায় পেলে।
তারপর আর কি, আমি খাওয়া দাওয়া করে
অফিসে চলে যাই, তারপর তো গিন্নির সময় ই সময়।
দেখলাম বাইরে দুটো গরু আছে বাঁধা --
হ্যাঁ ভাই, দুধে তো ভেজাল শুধু
তাই কিনলাম গরু দুটো ।
ওগুলোর দেখা শোনা করো বুঝি তুমি?
দেখা শোনার কি আছে ভাই
সিরিয়ালের মাঝে গিন্নিই করে, যেটুকু সময় পায়।
ঘরে কাজের লোক নেই কেন?
কাজের লোক কি করবে ভাই
সংসারে তো কোনো কাজই নাই,
একটু ঝাড়ু পোঁছা, আর তো কাপড় কাচা
কাঁড়ি কাঁড়ি টাকা কেন দেবো ভাই!
ঘরে তো কোনো কাজই নাই
সারাদিন মোবাইল আর সিরিয়ালে
গিন্নি বসে থাকে তাই ।