ওরা বুঝলো না কোথায় তফাৎ
রিল আর রিয়েলে
মাটিটা শক্ত কতো বাস্তবের উঠোনে৷
এখানে প্রতি পদে আছে আঘাত
মাটি ভিজে যায় চোখের জলে,
কাঁদতে হয় না নকল কান্না গ্লিসারিনে ৷
এখানে আমাদের বাস ভিলেনের সাথে,
যে নায়কের হাতে রক্ষার দায়
সে নিজেই রেখেছে হাত মাথায় ভিলেনের৷
এটাই তফাৎ রিল আর রিয়েলে
তাইতো তারা পারে না বুঝতে
কোন্ কান্না হদয়ের আর কোনটা গ্লিসারিনের৷
অপরের দুঃখে না কাঁদে হৃদয় যদি
সুখী হয় যদি অন্যের বিপর্যয়ে
চিত্রগুপ্তও লিখছে জেনো পাণ্ডুলিপি তাদের৷