তুলেছিল ইমারত ঘুণ ধরা স্তম্ভে
তার উপর ছিল ভার ক্ষমতার দম্ভের৷
বন্ধ ছিল চোখ তার লালসার চশমায়
জর্জর স্তম্ভ ঢাকা সাদা আর নীলিমায়৷
পায়নি দেখতে লোকে লেগেছে যে ঘুণ
মগ্ন ছিল সকলেই দেখতে রঙের গুণ৷
একে একে ইটগুলো পড়ছে যখন খসে
বুঝছে সবাই, ইমারত পড়বে এবার ধ্বসে৷
অবশেষে বুঝলো সবাই তবে অনেক পরে
শিক্ষা স্বাস্থ্য স্তম্ভ দুটি পড়ছে ঝরে ঝরে৷
দাঁড়াবে সমাজ এবার কিসের উপর আর
কোথায় যাবে আগামী প্রজন্ম, সামনে অন্ধকার৷