অপেক্ষার কাজল চোখে কেউ
থাকে না প্রতীক্ষায়,
কর্ম শেষে ক্লান্ত দেহে খুলি তালা
অশ্রু বহে অসহ যন্ত্রণায় ৷
বন্ধু, বান্ধবী আছে হাজার, যন্ত্রের ভিতর
ছোঁয় না হৃদয় কেউ,
শুধু কথার মাধুরী সাজায় তাঁরা
হৃদয়ে তোলে না ঢেউ ৷
কবির একাকিত্বের নগরে অগণিত ভিড়
হাততালি দেয় কবিতা পড়ে,
জানতে চায়নি কখনো তাঁরা
কাটছে জীবন কেমন ঝড়ে৷