হে জনগণ এবার তো চোখ খোলো,
থাকবে আর ঘুমিয়ে কতো
এবার মুখ ফুটে কিছু বলো৷
জ্বলছে দেশ ধুঁকছে প্রাণ
জনগণ ভয়ে ত্রস্ত,
ঘরে ঘরে বহে রক্তের বান
দেখো, কারা হত্যালীলায় ব্যস্ত৷
তোমার আছে বিবেক, আছে বুদ্ধি
নিজের মনে বোঝো,
জাদুগরের ছলাকলায় না ভুলে
বাস্তবতা খোঁজো,
যদি না হয় বন্ধ হিংসার খেলা ৷
দিতে হবে এর দাম আমাদের,
তোমার আমার সবার ঘরে
বসবে লাশের মেলা৷
ওরা তখন গদিতে বসে
ঘোরাবে রাজদণ্ড,
নিরীহ প্রজায় আবার লুটবে
অনুগামী সব ভণ্ড৷
প্রজা যারা থাকবে বেঁচে
আবার চোখের জলে ভাসবে৷