দুঃখের সাথি
কবিতা,
তোমাকে খুঁজেছি কতো
বর্ষার ঘনঘটায়
ময়ূর পেখমে,
শরতের সোনালি রোদ্দুরে
হিল্লোলিত কাশ ফুল মাঝে,
প্রজাপতির বর্ণালি পাখায়৷
শীতের সন্ধ্যায় প্রিয়তমা সাথে
পরম উষ্ণতার
নিবিড় বন্ধনে।
বসন্তে খুঁজেছি তোমা
পলাশের ডালে আর
কোকিলের কুহূ তানে
সেখানেও পাইনি তোমা।
আজ দাবদগ্ধ গ্রীষ্মের
অস্তগামী সূর্যের
ধূসর আলোয় যখন
অতীতের স্মৃতি ম্রিয়মান.
ঘনায়মান অন্ধকারে
দুঃস্বপ্নের কালো নীরবতার মাঝে
অনুভব করছি তোমাকে
প্রিয়তমা।
হতাশা আর নিরাশার ভিড়ে
পরিপূর্ন আঙিনায়,
প্রজ্জ্বলিত তব নিষ্কলুষ প্রেমদ্বীপ
জ্বেলেছে আশার আলো ৷
পেয়েছি এবার
সাজাবো তোমায়
আমার মনের মতো৷