বঙ্গবাসী খুশি আজ ভিক্ষা লব্ধ ধনে
যা পাই অনেক তাই অভাবের যুগে।
যতটুকু পাই দানে তাই লাগে ভোগে
ঘরে বসে ভরি পেট, দুঃখ কেন মনে।

এর বেশি চাইবো না, ভয় হয় মনে
রাজদ্রোহী হতে পারি যদি উঠি জেগে ।
রাখি মুখ বন্ধ করে, যাই নাকো আগে
ভিক্ষা পাত্র আগে করি, ভয় নিরসনে।

শুধু ব্যথা জাগে মনে ভবিষ্যত ভেবে
এসেছে লক্ষ্মী আজকে ঘরের দুয়ারে
কাল যদি যায় চলে, কেমনে বাঁচিবে!

নির্বিকার এ জীবন কাটে নির্বিচারে,
কত সাধ ছিল মনে জন্মেছি এ ভবে
ওরাতো দেখিতে চায় ভিখারি আমারে ।