কে তোমায় চোর বলে ভাই
আছে কার হিম্মত,
তোমরাই তো স্তম্ভ দেশের
রয়েছে অনেক জনমত।
হয়তো নিয়েছো আরো কতো টাকা
যখন পেয়েছো যেথা,
করেছো জমা ভাণ্ডারে তোমার
যক্ষ রাজার যথা।
আরো আছে যতো সহচর
নয় তাঁরা কেউ চোর,
পরে আছে তাঁরা রক্ষা কবচ
রয়েছে ভীষণ জোর।
তাহাদের মাঝে হয়তো বা কেউ
বিকেছে চাকরি হাটে,
বোকা ছেলেদের দিয়েছে চাকরি
মোটা টাকা নিয়ে হাতে।
গরিবের ঘর করিয়া আঁধার
হয়েছে কুবের নিজে,
চোর বলে তারে অপবাদ দিলে
চোরেরাও মরে লাজে।
তোমরাই তো ভাই দেশের স্তম্ভ
তলায় ধরেছে ঘুণ
তবুও তোমাদের কমেনি দম্ভ
প্রজাদের পাতে নেই নুন।
তোমাদের আছে যত সহচর -
অনুচর যত করে কর্ম,
লুটের শিল্পে দিয়েছো রোজগার
ভেবেছো এটাই ধর্ম।
চোর বলে তাই অপবাদ দিতে
লাগে যে আমারও মর্মে,
কোন্ নাম দিলে ছুঁইবে বিবেক
ভেদ করি মোটা বর্মে।