জেগেছে বাসনা রাখবো তোমায় মোর কবিতায়
শব্দ আমার হারিয়ে যায় যে বর্ণনায়,
তোমার হৃদয়-সমান বৃহত নয়তো কিছুই
দেখিনি কখনো সাগর এমন-বিশালকায়।
তোমার রূপের উপমা দিতাম, যদি বা পেতাম
খুঁজে নিশামণি নিষ্কলঙ্ক এই ভুবনে,
এমন গভীর জলধি কোথাও দেখিনি কখনো
তুলনা যাহার পরিমাপ করে তব নয়নে।
তোমার হাসির মুক্তা-প্রভার চমক এমন
বিজুরি তাহার শক্তি হারায় লুকায় ভুলে,
জলধর আজ দেখিয়া তোমায় হয়েছে ব্যাকুল
নিরুপায় হয়ে শরমে লুকায় তোমার চুলে।
নিশি অবসানে ক্লান্তির শেষে জাগে প্রভাকর
স্নিগ্ধ সকাল আসেগো তোমার শুভ্র কপোলে,
ললাটে তোমার সিঁদুর বিন্দু হেরি দিবাকর
নিষ্প্রভ হয়ে লাজেতে লুকায় মেঘের কোলে।
শব্দ মালায় সাজিয়ে তোমায় করেছি বরণ
নিবেদিনু প্রেম ছন্দবিহীন কবিতায়,
ভুবনমোহিনী, করেছো আমার হৃদয় হরণ
রূপের মাধুরী মিলায়ে ছন্দ দাওগো তায়।