"পরাজয়" শব্দ নাই মোর অভিধানে
আছে শুধু " জয়" সেথা, আর কিছু নয়।
কোনো বাধা, বাধা নয়, করিব বিফল
সবার প্রচেষ্টা আমি, আমি অরিন্দম।
সর্ব অস্ত্র ব্যবহারে আমি পারঙ্গম
নিশ্ছিদ্র আমার বর্ম,  বধির বিবেক,
উতরোলে দেবো চাপা সর্ব কণ্ঠস্বর,
চতুরঙ্গ সেনা মোর, আমি দুর্মর।
ঈপ্সা মোর নভস্থিত লিপ্সা সীমাহীন
নিঃশর্ত লভিব জয় করিয়াছি পণ।
রক্তক্ষয়, প্রাণক্ষয়,  নয় কোনো বাধা-
আমার জয়ের পথে, আমি নৃশংস।
আমি সদা দুর্বিনীত, করি নাই ভয়
জীবনের এক লক্ষ্য, চাই শুধু জয়।