বলতো দেখি মা জননী-
ইচ্ছা কী তোর বলতো খুলে
পুরুষ টানে নারীর শাড়ি
থাকিস তবু চোখটি বুজে৷
কল্পতরু সেজে আবার
গরিব পাতে ভাগ বসাস,
বুজবে কি তোর আশ্বাসনেই
ক্ষুধার পেটের হাহুতাশ্ ৷
বলতো দেখি মা জননী-
কেন তোর এই রক্ত নেশা,
ভাইকে দিয়ে ভাইয়ের খুন-
সে রক্তে কি মিটবে তৃষা৷
দেশের সেবা করতে গিয়ে
দ্বেষ কেন তোর এতোই মনে,
বুঝিস না তুই, মানব জীবন
অনেক দামি, জীবন মানে৷