ক্লান্ত বরষায় আমি একা ঘরে
বাদল বীণায় বাজে বিরহের সুর,
বারে বারে মন প্রিয়ারেই চায়
সে যে আজ রয়েছে সুদূর ৷
মেঘদূতে আমি দিয়েছি বারতা
করিতে প্রকাশ মনো-ব্যথা,
প্রিয়ারে আমার দাওহে খবর
শোনাও বিরহ দুঃখের গাথা ৷
দিন কাটে বিষন্ন বিচ্ছেদ দুখে
বুক ফেটে যায় বিজন ঘরে
বিবিক্ত দিনে মন যে শুধুই কাঁদে
স্বপ্ন গুলো অশ্রু হয়ে ঝরে৷
বর্ষার নিঃসঙ্গ রাত উদাস বিছানায়
বাজে বিরহের রাগ হৃদয় বীণায়,
বর্ষায় ভেসে যায় চারিদিক
আমি সিক্ত হই অশ্রু ধারায় ৷