কতোদিন দেবো ভুলের মাশুল
বিশ্বাস করে নাহয় করেছি ভুল৷
দিয়েছি অনেক তার বিনিময়ে
করেছো নিঃস্ব সব কেড়ে নিয়ে৷
কেড়েছো শান্তি, কেড়েছো সুখ
দিয়েছো মৃত্যু দিয়েছো দুখ৷
শিক্ষা আজ মাটিতে লুটায়
মান সম্মান দলেছো ধুলায়৷
ভাবছো তুমি কিনেছো দাস
জীবনে আজ শুধু হাহুতাশ৷
করেছো পঙ্গু, নেই কোনো কাজ
ভিক্ষার ঝুলিতে ভরেছি লাজ৷
করে বুজরুকি আর জারিজুরি
ভরেছো ভাণ্ডার ভুরি ভুরি৷
আর কি নেবে! নিয়েছো বর্তমান
কেড়েছো ভবিষ্যৎ, বাকি শুধু প্রাণ।
জানি নেবে না প্রাণ, আমরা ভোটার
কিনেছো আমাদের রেখেছো বেকার৷
সেই আমাদেরই ভোটে, বসছো গদিতে
ধাক্কা দিয়েছো দুঃখ নদীতে।
কতোদিন আর দেবো ভুলের মাশুল
তোমার নামে আর ব্যাবহারে ফারাক প্রতুল।