ভাঙা হৃদয়ের ব্যথা
অনুভূত তাঁর কবিতায়,
শোনা যায় সুর বোবা কান্নার,
লুকানো পাণ্ডুলিপির পাতায় ৷
কখনো বা অভিমানে
আবেগ ঝরে খাতার ‘পরে ৷
লুকায় অশ্রু চোখের কোণে
বন্ধ দেখে হৃদয় দ্বারে ৷
অবাধ্য মন শোনে না কথা
উল্টিয়ে যায় স্মৃতির পাতা,
যতোই ভাবে ভুলবে অতীত
তাঁর কথাতেই ভরায় খাতা৷
কখনো বা ক্রোধের আগুন,
শব্দ বোমা ভীষণ রোষে,
ব্যর্থ হলো সাধের ফাগুন
তাই অশ্রুজলে শব্দ ভাসে৷
স্বর্গ সুখের স্বপ্নগুলো
যন্ত্রণা দেয় ভীষণ রকম,
খুশির মুখোশ মুখে এঁটে
জড়িয়ে ধরে সাধের কলম৷