দেখছি সবাই বুঝছি সবাই
লাগিয়ে কুলুপ মুখে
নেইতো উপায় করা-র কিছুই
বাঁচার আশায় সুখে।
বেকার জীবন বড়োই কঠিন
তবুও বাঁচতে চাই,
দয়ার দানের রয়েছে ভরসা
পেটের জ্বালায় খাই।
শির-দাঁড়া সব দেখি আজ ভাঙা
শক্তিবিহীন মোরা
ভেসেছি আমরা আশার জোয়ারে
থাকলো জীবন কোরা ৷
টাকার পাহাড় জমা হয় যদি
হোক না যেখানে খুশি
না হয় হয়েছে আমাদের চুরি
গরু ইট বালি ভুসি।
কিনেছি চাকরি লক্ষ টাকায়
তাও চলে গেছে রায়ে
তবু মনে খুশি, দুয়ারে রেশন
পেয়েছি পেটের দায়ে।
যতোদিন বাঁচি এই আশা রাখি
মুখে অন্ন দেবে তুলি
তোমাদের রাজে আমাদের হাতে
থাক ভিক্ষার ঝুলি।