ভেবেছিলাম কবি হবো ।
ভেবেছিলাম কবি হবো
লিখবো ভালো মন্দ,
শব্দ গুলো সাজাতে গিয়ে
পাই না খুঁজে ছন্দ।
কখনো ভাবি লিখবো আমি
মনে যতো আগুন জ্বলে,
আবার ভাবি, কে নেবে খোঁজ
আমার মনের অতল তলে!
কখনো আমি লিখতে বসি
অতীত দিনের মধুর স্মৃতি,
লিখতে গিয়েও কলম থামে
বর্তমান যে কঠিন অতি।
কখনো আমার ইচ্ছা করে
ভরবো খাতা প্রেম গাথায়,
শব্দ গুলো হারিয়ে যায়
স্বার্থপরদের জটিলতায়।
ভালো ভালো শব্দ গুলো
সংসারে আজ লাগে না কাজে,
তারা শুধু বাড়ায় শোভা
অভিধানের পাতার ভাঁজে ।
পারি না লিখতে কিছুই আমি
চারিদিকে শুধু ধন্দ,
যতই লিখার চেষ্টা করি
সেখানে এসেই পড়ে দ্বন্দ্ব।