আজ আবার একটা গাড়ি দূর্ঘটনার কবলে
চার জন মারা গেছে,
এই তো দু দিন আগে সাত জন মারা গেলো
পথ দূর্ঘটনায়,
কি বিভৎস কি ভয়ানক
কত হৃদয় বিদারক ছিল
তাদের সেই অকাল মৃত্যু৷
কত ভঙ্গুর কত ক্ষণস্থায়ী আমাদের জীবন,
কেউ জানি না আগামী কালের সূর্যোদয়
দেখতে পাবো কি না  
কখন নেমে আসবে জীবনের যবনিকা৷  
তাহলে কিসের এত চাওয়া পাওয়া
হিংসা মারামারি,
ক্ষুদ্র এই জীবনে কিসের এত আয়োজন৷
কেন শুধু লিখে রাখা ব্যার্থতার ইতিহাস৷    
“একবিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু
বড় জোর এক মাস” তারপর
আমাদের স্মৃতিও চলে যাবে
বিস্মৃতির আড়ালে,  
থেকে যাবে শুধু কর্মের ইতিহাস৷